মঙ্গলবার   ২০ মে ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৭:৫৯, ১৫ আগস্ট ২০২৪

রাসায়নিক ছাড়া ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

রাসায়নিক ছাড়া ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়
সংগৃহীত

ছারপোকা মানেই বাড়ি-ঘরের আতঙ্ক! কেননা একবার যদি এই পোকা কারো ঘরে প্রবেশ করে তবে তা বের করা দুঃসহ হয়ে পড়ে। মূলত ছারপোকাকে রক্তচোষাও বলা হয়। কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়।

বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে। কয়েকটি রাসায়নিক দিয়ে সহজেই এগুলোকে বিদায় করা যায়।

তবে ছারপোকা তাড়াতে অনেকেই রাসায়নিক ব্যবহার করা পছন্দ করেন না। তারা কী করবেন? রাসায়নিক ছাড়াই ছারপোকা তাড়ানো সম্ভব। তো জেনে নিন, সহজ উপায়- 

১. দেওয়াল থেকে বিছানা বা সোফা যতটা সম্ভব দূরে রাখুন। তাতে ছারপোকার উৎপাত কমবে। ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিন স্প্রে করতে পারেন। এতে ছারপোকা সহজেই পালাবে।

২. বাড়ির যত ফুটো-ফাটা আছে, সেগুলো বন্ধ করার ব্যবস্থা করুন। বিশেষ করে খাটের কাঠেও অনেক ফুটো থাকে। সেগুলো ভালো করে বন্ধ করে দিন। ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করলে ছারপোকা মরে যাবে।

৩. যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল স্প্রে করলেও উপকার পাবেন। প্রাকৃতিক এই তেলের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। দ্রুত এলাকা ছেড়ে পালায়।

৪. মনে রাখবেন, ঘর যত অপরিষ্কার থাকবে, তত ছারপোকার উৎপাত বাড়বে। তাই নিয়ম করে ঘর পরিষ্কার করুন। তাতেই এই পোকার আক্রমণ কমবে। আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।

৫. যারা রাসায়নিকের গন্ধ একেবারেই সহ্য করতে পারেন না। তারা ন্যাপথলিন গুঁড়ো করে বিছানার চারপাশে দিয়ে রাখুন। ছারপোকা পালাবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ