ভিন্টেজ লুকে যেন এক ষোড়শী জয়া

গতকাল ফেসবুকে ভিন্টেজ লুকে নিজের কয়েকটি ছবি প্রকাশ করলেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর ছবি মানেই ভক্তদের লাইক আর কমেন্টের ছড়াছড়ি। এসব ছবিতেও ব্যতিক্রম হয়নি...
হাঁটু–দৈর্ঘ্যের কালো রঙের স্কার্ট পরেছেন জয়া আজসান। সাটিনের কাপড়ের এই স্কার্ট কোমরের দিকে বেশ চাপ
জয়ার টপের রং সাদা। এই স্ট্রাইপড টপ নিটেড কাপড়ে তৈরি। জয়া সিঁধি কেটেছেন বাঁয়ে
পেছনে বেঁধেছেন লুজ পনিটেইল। পায়ে কেডস আর হাতঘড়িতে যেন এক ষোড়শী জয়া
দৈনিক গাইবান্ধা