যবের গুঁড়ার প্যাক ব্যবহার করে ত্বক উজ্জ্বল করার উপায়

ত্বকের উজ্জ্বলতা সবার জন্য প্রয়োজন । আমরা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কত কিছু করে থাকি । কখনোও ক্রিম আবার কখনও উপটান আর কত কি ধরনের ফেসিইয়াল ব্যবহার করে থাকি ।
এত কিছুর পর যদি ফর্সা ত্বক পেয়েও যান তবে তা স্থায়ী হয়না। কেননা কেমিক্যাল ব্যবহারে আপনার ত্বকে সাময়িক উজ্জলতা এনে দিলেও তা দীর্ঘস্থায়ী হয়না। তবে প্রাকৃতিক উপায় ব্যবহার করে স্থায়ী ভাবে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করা সম্ভব হয়ে থাকে । আমরা আজকে জানব যবের গুড়ার মাধ্যমে আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা যেভাবে বাড়াতে পারি । যবের গুড়ার মাধ্যমে খুব সহজে আমরা আমাদের ত্বককে সুন্দর করে তুলতে পারি ।
তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে যবের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যবের গুড়া ব্যবহার পদ্ধতি এবং এটা তৈরীর পদ্ধতি :
প্রয়োজনীয় উপকরণ :
১) যবের গুড়া
২) দুধ
৩) বাদামি চিনি
প্রস্তুত প্রণালী :
প্রথমে একটা পাত্রে দুই টেবিল চামচ যবের গুঁড়া নিতে হবে । এরপর এর ভিতর দুই টেবিল চামচ বাদামি চিনি দিতে হবে । এখন এর সাথে পরিমাণমত দুধ দিতে হবে । এবার সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরী করে নিতে হবে ।
ব্যবহারের নিয়মাবলি :
প্রথমে পরিষ্কার পানি দিয়ে আপনার মুখটা ধুয়ে নিতে হবে । এরপর আলতো করে পুরো মুখে এটা লাগিয়ে নিতে হবে । এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন । ১৫ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন ।
প্রতি সপ্তাহে এটি তিন দিন ব্যবহার করতে হবে । যদি এটি আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে এই প্যাকের মাধ্যমে আপনার কাঙ্কিত উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন খুব সহজেই ।
দৈনিক গাইবান্ধা