রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫ || ১২ আশ্বিন ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৮:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেট

নারী বিশ্বকাপেও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাবেন না ভারতীয়রা?

নারী বিশ্বকাপেও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাবেন না ভারতীয়রা?
সংগৃহীত

চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বেশ উত্তাপ ছড়িয়েছে। পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে যে অবনতি হয়েছে সেটার প্রতিফলন দেখা গেছে বাইশ গজেও। ভারতীয় ক্রিকেটারদে হাত না মেলানো, পাকিস্তানিদের বিতর্কিত উদযাপনসহ নানা কাণ্ডে দুই দলের ক্রিকেটারেরাই বিতর্কিত হয়েছেন। এশিয়া কাপ থেকে এবার সেই উত্তাপ ছড়াতে পারে নারী ওয়ানডে বিশ্বকাপেও।

আসর শুরুর আগেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মুখ খুলেছেন দুই দলের অধিনায়ক। আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সব দলই এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। এসবের মাঝেও সামনে এসেছে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ।

ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না ফতিমা সানারা। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে হারমানপ্রীত করের দল।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন ভারত অধিনায়ক। স্বভাবতই সেখানে উঠে এসেছে পাকিস্তান ম্যাচের কথা। এশিয়া কাপের মতো দ্বিপাক্ষিক সম্পর্কের ওবনতির ছাপ কি বিশ্বকাপেও পড়বে? এমন প্রশ্নের জবাবে ভারমানপ্রীত বলেছেন, 'আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনও কথাই হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মনযোগ দিচ্ছি।'

অন্য দিকে, ভাইরাল হয়েছে পাকিস্তান অধিনায়ক ফতিমার একটি ভিডিও। যাতে তাকে হারিস রউফের বিতর্কিত উদযাপন নকল করতে দেখা গেছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। সেখানেই রউফের মতো উদযাপন করতে দেখা যায় তাকে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম