রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫ || ১২ আশ্বিন ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফুটবল

একের পর এক দুঃসংবাদ, আরও দুই তারকাকে হারাল বার্সেলোনা

একের পর এক দুঃসংবাদ, আরও দুই তারকাকে হারাল বার্সেলোনা
সংগৃহীত

আগে থেকেই চোটগ্রস্ত লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার স্কোয়াড। এবার নতুন করে তারা বিভিন্ন মেয়াদে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে হারাচ্ছে। দুজনেই গত বৃহস্পতিবার লা লিগায় রেয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে চোট পান। নিশ্চিতভাবে তারা মিস করবেন পিএসজির বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।

গতকাল (শুক্রবার) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কাতালানরা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে। হুয়ান গার্সিয়া চোট পেয়েছেন বাঁ হাঁটুর মেনিস্কাসে। শনিবার তার অস্ত্রোপচার করা হবে। যার কারণে এই গোলরক্ষককে মাঠের থাকতে হবে অন্তত চার থেকে ছয় সপ্তাহ। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, গতকাল অনুশীলনের সময় তিনি চোট পান।

ব্রাজিল তারকা রাফিনিয়া গত মৌসুমে বার্সেলোনার লা লিগা এবং কোপা দেল রের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পায়ে আঘাত পান ওবেইদোর বিপক্ষে ম্যাচ চলাকালে। তাকে উঠিয়ে পরে বদলি হিসেবে নামানো হয় রবার্ট লেভান্ডফস্কিকে। এরপরই এই পোলিশ তারকা দারুণ এক হেডে গোল করেছেন। তবে রাফিনিয়াকে আসন্ন ম্যাচগুলোয় না পাওয়া হ্যান্সি ফ্লিকের জন্য বড় ধাক্কাই বটে। আগামী রোববার লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদ এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হবে।

চলতি মৌসুমেই এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গার্সিয়া। বয়স্ক ও অভিজ্ঞ গোলরক্ষকদের ভিড়ে তিনিই এখন প্রায় ম্যাচে প্রথম একাদশে নামছেন। গার্সিয়ার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব সামলাতে পারেন ভয়চেক সিজনি। আরেক গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এ ছাড়া সম্প্রতি ইনজুরিতে ছিটকে যান মিডফিল্ডার গাভি পায়েজ এবং ফার্মিন লোপেজ। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন রাফিনিয়া-গার্সিয়া।

এদিকে, কাতালানদের এত দুঃসংবাদের ভীড়ে অবশ্য ভালো খবরও আছে। রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগেই চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। পরবর্তী ম্যাচেই তাদের একাদশে দেখা যেতে পারে। যা কিছুটা হলেও স্বস্তি ফেরাবে ফ্লিকের মনে!

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম