বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:১২, ১৩ আগস্ট ২০২৪

ইসলামাবাদে মুশফিকদের ম্যাচ শুরু আজ

ইসলামাবাদে মুশফিকদের ম্যাচ শুরু আজ
সংগৃহীত

ইসলামাবাদে যখন ‘এ’ দলের চার দিনের ম্যাচের সিরিজের ট্রফি উন্মোচনে হলো, বাংলাদেশ দল তখন ঢাকার বিমানবন্দরে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের সিরিজের ট্রফি উন্মোচন ছিল এটি। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয়ের নেতৃত্বে আজ শুরু হচ্ছে প্রথম চার দিনের ম্যাচ।

মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাঈম হাসান, হাসান মাহমুদরা খেলবেন সিরিজের প্রথম ম্যাচে। মূলত টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলা তাদের। নিরপেক্ষ ভেন্যু অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ শেষ করে দেশে ফিরেই আরেকটি সফরে গেছেন জয়। জাতীয় দলের এ ওপেনারের দারুণ পারফরম্যান্সে ডারউইনের সিরিজটি ড্র হয়। 

ইসলামাবাদেও ভালো ক্রিকেট দেখার অপেক্ষায়। মুশফিক, মুমিনুলরা খেলছেন কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য। জাতীয় দলও চার দিন আগে লাহোর গেছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্বেচ্ছায় এ সুযোগ করে দিয়েছে। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে জাতীয় দলের ক্যাম্প। ১৭ আগস্ট পেশোয়ারে টেস্ট ভেন্যুতে যাবেন শান্তরা। ২১ আগস্ট শুরু প্রথম টেস্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর আশা, পাকিস্তান সফরে ব্যাটিং ভালো করবে দল।

সূত্র: সমকাল

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ