বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:২২, ১৩ আগস্ট ২০২৪

বার্সাকে হারিয়ে হুয়ান গাম্বার ট্রফি জিতল মোনাকো

বার্সাকে হারিয়ে হুয়ান গাম্বার ট্রফি জিতল মোনাকো
সংগৃহীত

১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গাম্পার ট্রফির প্রচলন শুরু করে বার্সেলোনা। ক্লাব প্রতিষ্ঠাতার নামে বিশেষ এক ম্যাচ খেলে কাতালান ক্লাবটি। এবার বার্সার প্রতিপক্ষ ছিল মোনাকো। ফ্রেঞ্চ ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলে কাতালান ক্লাবটি উড়ে যায়। ট্রফি জয়ের আনন্দে ভাসে লিগ ওয়ানের দল।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে সোমবার রাতের ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও জালের দেখা পায়নি হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ করলেও পরে ছন্দ হারিয়ে বসে।

খেলার ৫০ মিনিটের মাথায় লামিন কামারার লক্ষ্যভেদে মোনাকো এগিয়ে যায়।  ব্রিল এমবোলো সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। বল জালে জড়িয়ে ৮৬ মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রিল এমবোলো।

গত বছর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-২ গোলে জয় তুলে নিয়ে ট্রফি নিজেদের দখলে রেখেছিল বার্সা।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ