বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪ || ৮ কার্তিক ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:৫৪, ১৯ জুন ২০২৪

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

ইউরোতে অনন্য রেকর্ড গড়লেন পেপে

ইউরোতে অনন্য রেকর্ড গড়লেন পেপে
সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন স্পেনের লামিনে ইয়ামাল। এবার সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোতে মাঠে নামার রেকর্ড গড়লেন পর্তুগালের পেপে।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেন্টার ব্যাক পেপে এই ম্যাচে খেলতে নেমেছেন ৪১ বছর ১১৩ দিন বয়সে।

হাঙ্গেরির গ্যাবর কিরালির করা ৮ বছর আগের করা রেকর্ড ভেঙেছেন পেপে। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের বিপক্ষে ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলেছিলেন হাঙ্গেরির সাবেক গোলরক্ষক।

এই ম্যাচে ৩৯ বছর বয়সে খেলতে নেমেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এটি তার ষষ্ঠ ইউরো চ্যাম্পিয়নশিপ। গত আসরেই তিনি সর্বোচ্চ ৫ বার ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকে তুললেন আরো উঁচুতে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ