রোববার   ১০ নভেম্বর ২০২৪ || ২৫ কার্তিক ১৪৩১

প্রকাশিত : ১৪:৪৪, ২৮ নভেম্বর ২০২৩

অ্যাথলেটিকোর সঙ্গে ড্র, রিয়ালকে পেছনে ফেলতে পারলো না জিরোনা

অ্যাথলেটিকোর সঙ্গে ড্র, রিয়ালকে পেছনে ফেলতে পারলো না জিরোনা
সংগৃহীত

বার্সেলোনা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ নয়, স্প্যানিশ লিগে এবার রিয়াল মাদ্রিদের লড়াই চলছে অখ্যাত এক ক্লাব জিরোনার। মৌসুম শুরুর পর থেকে এখনও পর্যন্ত অসাধারণ লড়াই করে যাচ্ছে তারা। এ নিয়ে ১৪ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো। ১৩ রাউন্ড পর্যন্ত জিরোনা ছিলো শীর্ষে। ১৪তম রাউন্ডে এসে, সোমবার রাতে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই শীর্ষস্থান হারিয়েছে তারা।

শীর্ষস্থান আগেরদিনই রিয়াল মাদ্রিদ ক্যাডিজকে ৩-০ গোলে হারানোর পরই হারিয়েছিলো জিরোনা। শীর্ষে উঠেছিলো রিয়াল। অনেকেই সেটাকে ‘আপাতত’ ধরে নিয়েছিলো। কারণ, জিরোনা যে ছন্দে রয়েছে, তাতে নিজেদের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেবে, সেটা ছিল প্রায় নিশ্চিত।

কিন্তু অনিশ্চয়তার খেলা ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জিরোনার মাঠেও তেমন ঘটনা ঘটিয়ে দিলো অ্যাথলেটিক ক্লাব। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লো তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। যে কারণে ১৪তম ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে থাকলেও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা।

প্রথমার্ধে কেউ কোনো গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধেই হলো দুই দলের গোল দুটি। ৫৫তম মিনিটে প্রথমে লিড নেয় জিরোনা। ভিক্টর সিগানকভ গোল করে এগিয়ে দেন জিরোনাকে। লিডটা তারা ধরে রাখতে পেরেছিলো এরপর মাত্র ১২ মিনিট। ম্যাচের ৬৭তম মিনিটের মাথায় গোলটি পরিশোধ করে দেন অ্যাথলেটিক ক্লাবের ইনাকি উইলিয়ামস।

১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে অ্যাথলেটিক ক্লাব। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।

সূত্র: জাগো নিউজ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ