গাইবান্ধার বালাসী ঘাটে পর্যটকদের ভিড়
মুসলমানদের পবিত্র ঈদুল আজহার আনন্দকে উপভোগ করতে দেশের উত্তরাঞ্চলের জনপদের জেলা গাইবান্ধার বৃহত্তম নৌবন্দর বালাসীঘাটের দুই পাড়ে ঢল নেমেছে পর্যটকদের।
সোমবার (১৭ জুন) বিকেলে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটের দুই পাড়ে আনন্দঘন পরিবেশে হাজার হাজার মানুষের ঢলে মুখরিত হচ্ছে।
এ উপলক্ষে বিভিন্ন রকমের পণ্যের মেলা বসেছে । অনেকেই আবার বালাসীঘাট ও ব্রহ্মপুত্র নদকে এক নজর দেখতে এসেছেন বিভিন্ন এলাকা থেকে।
বালাসীঘাটের দুই পাড়ে গাইবান্ধা জেলার জনসাধারণ ছাড়াও পার্শ্ববর্তী রংপুর, বগুড়া, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে হাজারও মানুষের সমাগম দেখা গেছে।
ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঈদের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ পরিবার-পরিজন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন ।
আবার কেউ কেউ নৌকা, লঞ্চ, ডিঙি নৌকায় নদীর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন।
কেউ কেউ ছোট ডিঙি নৌকায় চড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ আবার নদীর চর গুলোতে ঘুরে ঘুরে দেখছেন।
এছাড়াও বালাসীঘাটে ফুচকা, চানাচুর, আইসক্রীমের দোকানের পাশাপাশি চুরি-ফিতা ও বেলুনসহ বিভিন্ন রকমারির দোকান বসেছে। সব দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।