বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ || ৩ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৭:৪৪, ১৩ মে ২০২৪

গাইবান্ধার সাঘাটায় এসকেএসের বিনামূল্যে চক্ষুসেবা পেল ১৬০ রোগী

গাইবান্ধার সাঘাটায় এসকেএসের বিনামূল্যে চক্ষুসেবা পেল ১৬০ রোগী
সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিনামূল্যে ‘চক্ষু বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ মে) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পলী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এস.এম. বরাত-উল-ইসলাম এবং এসকেএস আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এএইচ মোস্তাফিজুর রহমান।

আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে ১৬০ জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। সেইসাথে বিনামূল্যে চোখের ছানী অপারেশনের জন্য ৩২ জন দরিদ্র চক্ষু রোগীকে সনাক্ত করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ