বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ || ৩ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৮:০৭, ৩ মে ২০২৪

সাঘাটায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

সাঘাটায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার চারদিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়। 

এতে সহকারী প্রিজাইডিং অফিসার ৭২৭ জন এবং ১ হাজার ৪৫৪ জন পুলিং অফিসার অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান, সাদুল্ল্যাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জের নির্বাচন কর্মকর্তারাও প্রশিক্ষণ প্রদান করেন। 

সাঘাটা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা নির্বাচন পর্যবেক্ষনে থাকবেন। 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ