মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

প্রকাশিত : ১১:১৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:১৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

সাদুল্লাপুরে গ্রাম পুলিশদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সাদুল্লাপুরে গ্রাম পুলিশদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ৫ দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৯৪ জন গ্রাম পুলিশের মধ্যে ৪৪ জন অংশ নেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম, সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান প্রমূখ। ৫ দিনের এই কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মসিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বেগম ফজিলাতুন নেছাসহ ১৯জন প্রশিক্ষক। 

উল্লেখ্য, এর আগে প্রথম পর্যায়ে এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন গ্রাম পুলিশকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাসহ তাদের যথাযথ দায়িত্ব পালনে বিভিন ধরণের দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ