শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১০:০৯, ২৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১০:৩৮, ২৯ নভেম্বর ২০২৩

গাইবান্ধার ঐতিহাসিক স্থাপনা হাটভরতখালী জোতদার বাড়ি

গাইবান্ধার ঐতিহাসিক স্থাপনা হাটভরতখালী জোতদার বাড়ি
সংগৃহীত

যমুনা নদীর তীরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী এলাকায় কালের সাক্ষী হিসেবে এখনো টিকে আছে বাড়িটি। অনেক আগেই এই জোতদারের বংশধররা ভারতে চলে গেছেন বলে জানায় স্থানীয়রা। এ বাড়ির সাথে রমনীকান্ত রায় বাহাদুর নামটি পাওয়া যায়।

গাইবান্ধা জেলা শহর থেকে সিএনজিযোগে বাদিয়াখালী-উল্লাবাজার হয়ে সরাসরি যাওয়া যাবে এ বাড়িতে। গাইবান্ধা পৌর এলাকার ভিএইড রোডের মুন্সিপাড়ার সিএনজি স্ট্যান্ড থেকে প্রতিজনের লাগবে ৩৫-৪০ টাকা করে। এছাড়া যে কোন ট্রেনযোগে বোনারপাড়া জংশনে নেমে সিএনজিযোগে বোনারপাড়া কলেজের সামনে দিয়ে যাওয়া যাবে। প্রতিজনের খরচ হবে ২০-২৫ টাকা।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ