গাইবান্ধা-৫ আসন উপনির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা সভা

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয় সাধনের নিমিত্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন প্রমুখ।
দৈনিক গাইবান্ধা