শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৫:১১, ৪ অক্টোবর ২০২২

গাইবান্ধার সাদুল্যাপুরে রঙ্গিন মাছ চাষ করে স্বপ্ন বাস্তবায়ন করছেন

গাইবান্ধার সাদুল্যাপুরে রঙ্গিন মাছ চাষ করে স্বপ্ন বাস্তবায়ন করছেন

গাইবান্ধা জেলা সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের তালুক হরিদাসপুর গ্রামের মৎস্য চাষী আলী রেজা শামীম সৌখিন মাছের পোনা (রঙ্গিন মাছ) উৎপাদন করে স্বপ্ন বাস্তবায়নের পথে আলী রেজা শামীম।

এ মাছ চাষি শামীম প্রথমে পুকুর ও অল্প জায়গায় বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করে আসছেন। ইহাতে সন্তোষজনক মুনাফা না পাওয়ায় তিনি বায়োফ্লোক হাইজে রঙ্গিন মাছ চাষ করার সিদ্ধান্ত নিয়ে উৎপাদন করার লক্ষে কাজ করছেন। এর ধারাবাহিকতায় রাঞ্জু গোল্ডফিস, ওরেন্ডা গোল্ডফিস, মলিফিস, কৈ কার্প, বেলুন মলি, গাপ্পি জাতের মাছ চাষ শুরু করেন এবং বর্তমানে মাছগুলো পোনা ছাড়তে শুরু করেছে। এর ফলে নতুন উদ্দামে কাজ করছে তার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।

এব্যাপারে গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম জানান, আমি শামীমের মৎস্য খামার পরিদর্শন করেছিলাম। উদ্যোগ বাস্তবায়নে জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ