পলাশবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং দুই চোরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমানের নেতৃত্বে এসআই হাসিবুর রহমান, এসআই আঃ রহমান, এএসআই জাফর ইকবাল ও এএসআই মোবারক আলীসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের ফুলবাবু সরকারের ছেলে মোবাইল চোর সাজ্জাদ সরকার (২০) ও জামালপুর মুন্সীপাড়ার আফছার আলী সাবুর ছেলে তার সহযোগী মাসুদ রানাকে (২৫) গ্রেফতার করা হয়। আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং-১৮, ১৪/০৯/২১) দায়ের করা হয়েছে।
অপরদিকে; থানা পুলিশের একই টিমের নেতৃত্বে উপজেলার হোসেনপুর ইউপি’র শ্রীকলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মিন্টু মিয়া (৪৫) এবং পৌরশহরের রাইগ্রামের আব্দুল কাদেমের ছেলে নিয়মিত মামলার আসামী আবু হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক গাইবান্ধা