বুধবার   ০৯ জুলাই ২০২৫ || ২৪ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ১২:১৮, ১ আগস্ট ২০২০

সাঘাটায় উন্নত ফুলের টপ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আ: জলিল

সাঘাটায় উন্নত ফুলের টপ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আ: জলিল

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন এর অনন্তপুর গ্রামের রাজ মিস্ত্রি আব্দুল জলিল। এই করোনা সংকটে রাজমিস্ত্রির কাজ না থাকায়। মোবাইল ফোনে ফেসবুক দেখে, নিজ প্রতিভা ও মেধা দিয়ে উন্নত ফুলের টপ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার ( ১আগস্ট) সকালে ঐসব হাতে তৈরি ফুলের টব বিক্রি করতে উপজেলার বোনারপাড়া চৌ -মাথায় দেখা গেছে। কাছে গিয়ে তার সাথে কথা বলে জানা যায়, বর্তমানে রাজমিস্ত্রির কাজ না থাকায়। ঈদের খরচ করতে পারেননি তিনি।

জমানো টাকা দিয়ে এসব টপ তৈরি করেছেন। টপ গুলো বিক্রি হলে সে এই ঈদের বাজার করবেন বলে জানান তিনি। আব্দুল জলিল বলেন, প্রতিটি টপ তৈরি করতে প্রায় ৮০০ টাকা খরচ হয়। টপ তৈরিতে সেমেন্ট ও কাপড়ের প্রয়োজন হয়। অনেকেই এই সৌখিন ফুলের টপ নিতে আগ্রহ প্রকাশ করছেন।

স্থানীয় এনামুল বলেন, সে অল্প শিক্ষিত তবুও এত সুন্দর নিখুঁত ভাবে হাতে তৈরি ফুলের টপ বানিয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ