দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে গাঁজাসহ, গ্রেপ্তার ৩

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। এসময় গ্রেপ্তার করা হয় তিন মাদক কারবারিকে। শুক্রবার (২৬ মে) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার তালুক খোটামাড়া (মিশন মোড়) গ্রামের মৃত আকতারুল ইসলামের ছেলে ছাব্বির হোসেন (২২), মৃত জয়নাল মিয়ার ছেলে নাজির মিয়া (২০) ও চরকাটামারী গ্রামের মৃত শামছুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪০)। র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ গাড়ি আটক করে তাতে তল্লাশি চালানো হয়। গাড়িটির ভেতর বিশেষ কাযদায় লুকানো ১৮ কেজি গাঁজা জব্দ করেন র‌্যাব সদস্যরা। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় তিন মাদক কারবারিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা