• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

গাইবান্ধায় ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক মাইদুল ইসলাম জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফুলিয়া গ্রামে পুলিশের চাকরিচ্যুত এএসআই মনিরুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার আলমারি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তার বাড়ি থেকে আরেক সহযোগী জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুজ্জামান মনির উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে এবং মাদক ব্যবসার অভিযোগে পুলিশের চাকরিচ্যুত এএসআই জাহিদুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার বামনের চর নওদাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
 
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা