দৈনিক গাইবান্ধা
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

গোবিন্দগঞ্জে রিক্সা চালকদের মাঝে মেয়রের কম্বল বিতরণ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় রিক্সাচালকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৭টা থেকে পৌরসভার উপজেলা মোড়, পশ্চিম চারমাথা, মায়ামনি চারমাথা, রাজমতি মোড়, পুরাতন বন্দর ও হাসপাতাল মোড়ে বিভিন্ন রিক্সা স্ট্যান্ডে রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নিজ গাড়িতে শতাধিক কম্বল নিয়ে প্রকৃত রিক্সাচালকদের মাঝে নিজ হাতে তিনি এসব কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে রিক্সাচালকরা বেশ খুশি।

রিক্সাচালকরা জানান, চলতি মওসুমে বিভিন্ন নেতৃবৃন্দ বিচ্ছিন্নভাবে কম্বল বিতরণ করায় আমরা অনেকে বঞ্চিত হয়েছি। কিন্তু মেয়র সাহেব পৌরসভার সবগুলো রিক্সাস্ট্যান্ডে অল্প সময়ের ব্যবধানে কম্বল বিতরণ করায় আমাদের সবাই প্রায় খুশির এ কম্বল পেয়েছি।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা