শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৫:২০, ১৯ জানুয়ারি ২০২৩

গাইবান্ধায় তিস্তার তীর রক্ষা কাজ দ্রুত এগোচ্ছে

গাইবান্ধায় তিস্তার তীর রক্ষা কাজ দ্রুত এগোচ্ছে

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজার এলাকায় এক হাজার মিটার তিস্তার তীর প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে। প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি কাজটি শেষ হওয়ার কথা। প্যাকেজটির আওতায় ২৫০ কেজি ওজনের ৭৫ হাজার জিও ব্যাগ ডাম্পিং এবং ৮১ হাজার ৭৪৬টি ৭৫ কেজি ওজনের স্যান্ড সিমেন্ট পানি ব্যাগ প্লেসিংয়ের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে প্যাকেজটির আওতায় ৯ হাজার ৯৭৮টি ২৫০ কেজি ওজনের জিও ব্যাগ টাস্কফোর্স কর্তৃক গণনা করে ডাম্পিং করা হয়েছে। বর্তমানে ১৬ হাজার ৮০১টি বালু ভর্তি জিও ব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় ছিল। 

এছাড়া বালু ভর্তি জিও ব্যাগের গুণগত মান সঠিকতা যাচাইয়ের জন্য সোমবার মাহবুবর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল বাপাউবো, রংপুর এবং বাপাউবো অধীনে পরিচালিত টাস্কফোর্সের প্রতিনিধি পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল রংপুর কাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সিডিউলে উল্লেখিত স্পেসিফেকিশন অনুযায়ী বালু দিয়ে জিও ভরাট হচ্ছে মর্মে উপস্থিত সকলে অবহিত হন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ