শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:০৩, ৮ জুন ২০২২

গাইবান্ধার বাদিয়াখালীতে তাল বিক্রির হিড়িক

গাইবান্ধার বাদিয়াখালীতে তাল বিক্রির হিড়িক

বাদিয়াখালীর নুরুলগঞ্জ হাটে তালোরার কাচা তাল মৌসুমি ফল তালের শাস ক্রয় করতে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা ক্রেতাদের ভীড় জমেছে। প্রতি পিচ তালের শাস ৫টাকা দরে বিক্রয় হচ্ছে। আর প্রতি পিচ তাল বিক্রয় হচ্ছে ১৫/২০টাকা। এ বছর মৌসুমি ফলের মৌসুমে প্রথম গত সোমবার বাদিয়াখালীর নুরুলগঞ্জ হাটে তালোরা থেকে কাচা তাল আমদানী করেছে এলাকার জামাই জনৈক তালোরার তাল ব্যাবসায়ী মোস্তফা। আর এই তালের সুস্বাদু শাস কিনতে ভীড় জমিয়েছে বিভিন্ন বয়সী ক্রেতারা। প্রতি পিচ তালের শাস বিক্রি হচ্ছে ৫টাকা। পুরো ১পিচ তাল বিক্রয় করছে ১৫/২০টাকা। হাটে তালের শাস ক্রেতা মোজাহার আলী বলেন, হাটে বাজারে এভাবে কাচা তালের শাস বিক্রয় চলতে থাকলে গাছের তাল পাকার আগেই শেষ হয়ে যাবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ