শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:২৯, ২২ মে ২০২২

সুন্দরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষকের কথিত নানা আব্দুল আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌর শহরের ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মোড় হতে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষকের কথিত নানাকে স্থানীয়রা আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

জানা গেছে, গত ১৩ মে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের রাজা মিয়ার ছেলে রাসেল মিয়া বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ পাঠানটারী গ্রামের (আয়নাল হকের) স্কুল পড়ুয়া কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায়। রাতে তারা পশ্চিম বেলকা গ্রামের রাসেলের কথিত নানা আব্দুল আজিজ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় এবং ধর্ষণ করে। পরদিন ১৪ মে রাসেল ওই স্কুল ছাত্রীকে তার নানার বাড়িতে রেখে আত্ম গোপন করে। এরই একপর্যায় আব্দুল আজিজ মিয়া ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। রাসেলের খোঁজ পাত্তা না পাওয়ায় ওই স্কুল ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করে আজিজ মিয়া শুক্রবার স্কুল ছাত্রীকে তার মা’র নিকট ফিরে দেয়ার জন্য পৌর শহরের কলেজ মোড়ে নিয়ে আসে। তাদের কথাবার্তায় গড় মিল থাকায় স্থানীয়রা তাদেরকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পুলিশ পরিদর্শক তদন্ত এম.এ আজিজ জানান, এনিয়ে ওই স্কুল ছাত্রীর মা (শরিফা বেগম) বাদী হয়ে রাসেল ও আব্দুল আজিজ মিয়ার নামে ধর্ষণ মামলা করে। গতকাল শনিবার আসামি আব্দুল আজিজ মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ওই স্কুল ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু