শুক্রবার   ১১ জুলাই ২০২৫ || ২৬ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৫:৩১, ১৮ মে ২০২২

পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ কর্মশালা

পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকলনবীশ, দলিল লেখকদের দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক অভ্যন্তরীণ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী সাব-রেজিস্ট্রিারের কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৭ মে) সকালে অফিস প্রাঙ্গণে সাব- রেজিস্ট্রার মো. অহেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, রংপুরের বদরগঞ্জ সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান কাজী, গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার রজব আলী ও সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান প্রমুখ। এসময় অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকলনবীশ ও দলিল লেখকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ কর্মশালায় দলিল লেখায় আরো কিভাবে দক্ষতাবৃদ্ধিসহ স্বচ্ছতার সাথে লেখা যায়, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেওয়া হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ