শুক্রবার   ১১ জুলাই ২০২৫ || ২৬ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৫:০৮, ২৭ ডিসেম্বর ২০২১

গাইবান্ধায় মাদকসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধায় মাদকসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধায় মাদকসহ মতিয়ার রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। এর আগে শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাঘাটা-গাইবান্ধা সড়কের ভরত খালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মতিয়ার রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। ওসি জানান, এক ব্যক্তি কৌশলে গায়ে বেধে ভারতীয় মাদক নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নেশা জাতীয় ৫শ মাদক জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ