মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ || ৩০ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৪:২৮, ১৯ নভেম্বর ২০২১

গাইবান্ধায় সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬

গাইবান্ধায় সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল বাশার।

স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম বলেন, ঢাকা থেকে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। বাকি আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একে একে অন্য তিনজন মারা যান।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় পথচারী ও বাসের যাত্রীসহ আরো তিনজন আহত হন। ঘটনার পরই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ