বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪৬, ২২ আগস্ট ২০২১

সুন্দরগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই

সুন্দরগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই

দশ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক (আমার বাড়ি আমার খামার) এর সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুর বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আল মামুন উর রহমান ও জুনিয়র অফিসার (মাঠ) সাজেদুল ইসলাম প্রমূখ।

পল্লী সঞ্চয় ব্যাংক সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক আল মামুন উর রহমান বলেন, আমরা স্টাফ ৩১ জন। দাপ্তরিক কাজে বসা ও মিটিংসহ নানা কাজে সমস্যায় পড়তে হয় আমাদের। আশাকরি ভবনটি হলে সমস্যাগুলো কেটে যাবে। সেইসাথে তৈরি হবে সুন্দর পরিবেশ। আর সেই পরিবেশে সরকারি দায়িত্ব পালনে আরও আগ্রহ বাড়বে সবার।

উল্লেখ্য, সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে গত ১ জুলাই। এতে ব্যয় ধরা আছে দশ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ