শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ মার্চ ২০২৩

বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে মাস্টার্সের সুযোগ

বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে মাস্টার্সের সুযোগ

যুক্তরাজ্যের দ্য প্রিন্স ফাউন্ডেশন স্কুল অব ট্রেডিশনাল আর্টসের মাস্টার্স প্রোগ্রামে কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। এমএ ইন ট্রেডিশনাল আর্টস বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

যাঁরা শিল্পকর্ম সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক বিভিন্ন গবেষণায় আগ্রহী, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কমনওয়েলথ হেরিটেজ ফোরাম বৃত্তিটি দিচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্লাস চলতি বছরের সেপ্টেম্বরে শুরু। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক হারে তহবিল দেওয়া হবে। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে থাকা-খাওয়া, বিমানভাড়াসহ স্বাস্থ্যের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: আগ্রহী শিল্পী, শিক্ষার্থী কিংবা গবেষক, যাঁরা শিল্পকর্ম নিয়ে কাজ ও গবেষণায় আগ্রহী, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আগামী ২৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ