বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫ || ১ আশ্বিন ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৭:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধায় গোয়ালঘরে মিলল দেড় কোটি টাকার মূর্তি

গাইবান্ধায় গোয়ালঘরে মিলল দেড় কোটি টাকার মূর্তি
সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময় তিন চোরাকারবারিকেও আটক করা হয়। এই মূর্তির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে মিজানুর রহমান সুজা নামের এক চোরাকারবারির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পূর্বদিকে টিনশেড মাটির তৈরি গোয়ালঘরের ভেতরে লুকিয়ে রাখা ৩৭ কেজি ওজনের একটি মা ও শিশু প্রতিকৃতির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

বিজ্ঞাপন

অভিযানে তিন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজা (৩৫), একই গ্রামের গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, জব্দকৃত মূর্তি ও আটকদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম