বুধবার   ১৬ জুলাই ২০২৫ || ৩১ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৩:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২০

সুন্দরগঞ্জে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক

সুন্দরগঞ্জে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক

গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানাধীন পাঁচপীর ও সীচা প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ইয়াবা কারবারি গন গোপনে মাদক ব্যবসা চালাতে থাকে। এতে ওই এলাকায় নেশাগ্রস্ত বিভিন্ন এলাকার লোকজন সেখানে আসা-যাওয়া বৃদ্ধি পেলে এলাকার সাধারণ মানুষ বিষয়টি আঁচ করতে পেরে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম কে অবগত করে।

ডিবি সূত্রে আরো জানা যায়, তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার গোয়েন্দা শাখার পুলিশকে নির্দেশ দিলে এস আই গফফার মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপনে সুন্দরগঞ্জ থানাধীন সীচা চৌরাস্তা মোড় এলাকায় গোয়েন্দা নজরদারি শুরু করে। ইহার প্রেক্ষিতে ইং ২৪-৯-২০২০ তারিখ বিকাল ০৫.৩৫ মিনিটের সময় মাদক সেবীদের নিকট ইয়াবা বিক্রয়ের জন্য (১) মোঃ নুরনবী (৫২) পিং মৃত আব্দুল কাশেম সাং লালচামার থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা আসলে ডিবি পুলিশ তাকে আটক করে এবং তার হেফাজত হতে ১২০ পিচ ইয়াবা উদ্ধার করে।

উক্ত আসামি দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা সরবরাহকারী মূল আসামী কে দ্রুত গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানা মামলা নং২৭ তারিখ ২৪-৯-২০২০ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ দায়ের করা হয়েছে!

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ