বুধবার   ০৯ জুলাই ২০২৫ || ২৪ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৪:৫২, ৭ এপ্রিল ২০২১

লকডাউনে পলাশবাড়ী উপজেলা প্রসাশনের তৎপরতা

লকডাউনে পলাশবাড়ী উপজেলা প্রসাশনের তৎপরতা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দেশের চলমান ২য় দফার লকডাউনে উপজেলা প্রশাসন তৎপর রহিয়াছে। লকডাউনে প্রথম দিন সকাল হতে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান এবং বিকেল ৪টার পর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন।

ব্যাক্তি, ব্যবসা প্রতিষ্ঠানে এই আদালত পরিচালনা করে মোট ১৮শ টাকা জরিমানা আদায় করেন। এসময় পলাশবাড়ী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন। দ্বিতীয়দিন ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকাসহ উপজেলা গুরুত্বপূর্ণ স্থানসমূহে চলমান লকডাউনে নির্দেশনা মানার তাগিদ দেন নির্বাহী অফিসার। বিকেল ৪টার পর ধারাবাহিকভাবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

চলমান এ লকডাউনে উপজেলা অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রহিয়াছে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে জনসাধারণ চলাচল করছে। অপরদিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় উপজেলাজুরে খেটে খাওয়া মানুষের আয় কমে যাওয়ায় তাঁদের চোঁখেমুখে চিন্তার ছাপও প্রকাশ পাচ্ছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ