গাইবান্ধায় বাসের ধাক্কায় লেগুনা খাদে, নিহত ১

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, আরিফ ধাপেরহাট থেকে লেগুনা নিয়ে পলাশবাড়ী যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলে লেগুনা চালক আরিফ মিয়া নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক গাইবান্ধা