গাইবান্ধায় প্রতিবিম্ব সাহিত্য পরিষদের ১ম সাহিত্য আসর সম্পন্ন

সাহিত্য জীবনের কথা বলে এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় প্রতিবিম্ব সাহিত্য পরিষদ আয়োজিত প্রথম সাহিত্য আসর শনিবার গাইবান্ধা জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা কবি এ্যাডভোকেট আবুল কাসেম ইয়াসবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কবি ছড়াকার,লেখক, সংগঠক আসলাম প্রধান,কবি এস এম মনসুর আলী,লেখক শিক্ষাবীদ প্রফেসর সমীর কুমার, ছড়াকার,লেখক,সংগঠক, নারী নেত্রী উপাধ্যাক্ষ নাসরিন রেখা,কবি-লেখক,সংগঠক লিপু রহমান,কবি আব্দুল বাকি সরকার ও কবি-লেখক, সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন।
কবিতাপাঠ করেন কবি মির্জা নুরুন্নবী নূর,কবি জাহাঙ্গীর আলম আজাদ,কবি মোর্শেদা বেগম,কবি জান্নাতুল ফেরদৌসী জেমি,কবি আল আমিন মোহ,কবি আকতারুজ্জান সুলতান,কবি,সাংবাদিক ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির,কবি মাসুম আবদুল্লাহ, কবি আশিক আহমেদ,কবি সংগঠক আমিনুল ইসলাম,কবি ইমরুল কবীর মিন্টু,কবি আব্দুল কাদের, কবি নিয়ামুল হাসান নাবিল,কবি আফরান রনি,কবি সাংবাদিক আনোয়ারুল ইসলাম,কবি মনোয়ারুল ইসলাম।
কবি হাসান সৈকত,কবি বিশ্বজিৎ কুমার,কবি শুভ আকন্দ,কবি জয়দেব সরকার, কবি ওয়াহেদুজ্জামান,কবি ও লেখক মামুনুর রশিদ,কবি রাসেল আহমেদ,কবি অঞ্জলী রানী দেবী,কবি নাজমিন শুচী,কবি পথিক মাজু,কবি সাগর প্রধান,কবি মানিক লাল সরকার,কবি হানিফ সরকার, কবি মমতা রানী চাকী,কবি সংগঠক আহসানুল হাবিব,কবি নুরুল আলম,কবি কুমকুম খাতুন,কবি জাহাঙ্গীর আলম প্রমুখ।
শেষে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবিম্ব সাহিত্য পরিষদের আয়োজন শেষ হয়। সাহিত্য আসরটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন,সংগঠক, ছড়াকার ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
দৈনিক গাইবান্ধা