গাইবান্ধায় দুই জঙ্গি গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য আব্দুল আলীম মন্ডল (৪২) এবং শফিউল ইসলাম (২৮) কে গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) গাইবান্ধা ক্যাম্প।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ সহকারী পরিচালক মিডিয়া অফিসার হালিউজ্জামান। এর আগে শনিবার রাতে পলাশবাড়ী উপজেলার মেরীরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল আলীম মন্ডল পলাশবাড়ী উপজেলার মৃত উসমান গণি মন্ডলের ছেলে এবং শফিউল ইসলাম একই উপজেলার খাজা মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আব্দুল আলীম মন্ডল ইতিপূর্বে কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লার দল’ এর প্রধান সমন্বয়ক/সার্বক্ষণিক এর দায়িত্বে নিয়োজিত ছিলো এবং শফিউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই এবং উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়। তারা স্থানীয় লোকজনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিষিদ্ধ সংগঠন আল্লার দল এর বায়াত গ্রহণ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দৈনিক গাইবান্ধা