বুধবার   ১৬ জুলাই ২০২৫ || ৩১ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ১৪:৪৬, ৮ নভেম্বর ২০১৯

গাইবান্ধায় অটোবাইক উল্টে শিশু নিহত, আহত ৮

গাইবান্ধায় অটোবাইক উল্টে শিশু নিহত, আহত ৮

 

গাইবান্ধা সদর উপজেলায় অটোবাইক উল্টে তানিম মিয়া (১) নামের এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোবাইকের ৮ যাত্রী আহত হয়েছেন। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙা ডিবের বাজার নামক স্থানে এ দুঘটনা ঘটে। নিহত তানিম মিয়া ভাঙা ডিবের গ্রামের মোফসেল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, ত্রিমোহনী থেকে একটি অটোবাইক যাত্রী নিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। এসময় ভাঙা ডিবের বাজার নামক স্থানে পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে শিশুসহ ৯ যাত্রী আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারি মমিনুল বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ