বুধবার   ১৬ জুলাই ২০২৫ || ৩১ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ১২:২১, ৫ নভেম্বর ২০১৯

গাইবান্ধার বাজারে ইলিশ মাছ আসতে শুরু করলেও কমছে না দাম

গাইবান্ধার বাজারে ইলিশ মাছ আসতে শুরু করলেও কমছে না দাম

ইলিশের প্রজনন মৌসুম শেষে গাইবান্ধার হাট-বাজারে আবার ইলিশ মাছ আসতে শুরু করলেও এখনও কমছে না দাম। ফলে দীর্ঘ বিরতির পর ইলিশ মাছের আমদানি শুরু হলেও মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) গাইবান্ধার পুরাতন বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বড় এবং মাঝারি ইলিশ মাছের আমদানি রয়েছে বাজারে। বড় মাপের ইলিশ মাছ ৯শ’ টাকা কেজি এবং মাঝারি মাপের ইলিশ ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসময়ে যেহেতু ইলিশ মাছ বেশী ধরা পড়ছে সেজন্য প্রতিকেজি ইলিশ মাছ ৪শ’ থেকে ৬শ’ টাকার মধ্যেই নেমে আসার কথা।

এব্যাপারে ইলিশ ব্যবসায়িদের সাথে কথা বললে তারা জানান, মোকামে বিপুল পরিমাণ ইলিশের আমদানি হলেও সেখান থেকেই পাইকারিতে বেশী দামে ইলিশ মাছ কিনতে হচ্ছে। সেজন্য দাম কমছে না। তবে কয়েকদিনের মধ্যে ইলিশ মাছের দাম কমবে বলে তারা জানালেন।

উল্লেখ্য, প্রজনন মৌসুম শেষে গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্র নদী থেকেও এবার ইলিশ আসতে শুরু করেছে। জেলেদের জালে ধরাও পড়ছে রুপালী ইলিশ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ