বুধবার   ১৬ জুলাই ২০২৫ || ৩১ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৪:২৬, ১ আগস্ট ২০২০

গাইবান্ধায় মাদকবিরোধী অভিভাবক সমাবেশ

গাইবান্ধায় মাদকবিরোধী অভিভাবক সমাবেশ

‘যে মুখে মা ডাকি, সেই মুখে মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থী ওন অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে নিরাপদ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ‘স্বপ্নচূড়া ইউনিটি’ কর্তৃক প্রতিষ্ঠিত স্বপ্নচূড়া পাঠাগারের উদ্যোগে খামার পীরগাছা ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য এএইচএম শামীম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার, তুলশীঘাট রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জলি রানী দেবী, স্বপ্নচূড়া ইউনিটির চেয়ারম্যান মোছা. মাহমুদা বেগম, স্বপ্নচূড়া পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী উপদেষ্টা হারুন, মমিন, মেসকাত, রতন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে স্বপ্নচূড়া পাঠাগারের সভাপতি মো. শাহীন মিয়া, সাধারন সম্পাদক মো. শামীম সরকারসহ পাঠাগারের অন্যান্য সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একজন মানুষকে ও তার পরিবারকে ক্ষত-বিক্ষত করে তোলে। মাদকের মরণ ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে সমাজের সকল স্তর থেকে সবাইকেই কাজ করতে হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ