বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৭:৩৭, ৬ আগস্ট ২০২৪

পিএসজিতে যোগ দিলেন নেভেস

পিএসজিতে যোগ দিলেন নেভেস
সংগৃহীত

লম্বা সময় বেনফিকার সঙ্গে ছিলেন জোয়াও নেভেস। এবার নতুন ক্লাবে পাড়ি জমিয়েছেন তিনি। ফরাসি ক্লাব পিএসজিতে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন এই তারকা। গতকাল এক বিবৃতিতে বিষয়টি জানায় ক্লাবটি।  

প্রায় ৬ কোটি পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেওয়া এই ফুটবলার বেনফিকার হয়ে দীর্ঘদিন খেলেছেন। পর্তুগিজ ক্লাবটির হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৬ সালে ক্লাবের যুব একাডেমিতে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তার।

তবে নেভেস মূল দলে খেলা শুরু করেন গত বছরের জানুয়ারিতে। জাতীয় দল পর্তুগালের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচ খেলেননি নেভেস। এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন তিনি।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ