কোহলিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন ধোনি
একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক, অন্যজন সময়ের অন্যতম সেরা ব্যাটার। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে দিব্যি খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
অন্যদিকে এখনো আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন আরেকজন। দেশের জার্সিতেও মহেন্দ্র সিং ধোনির থেকে নেতৃত্বের ব্যাটন এসেছিল বিরাট কোহলির হাতে। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। এবার সে বিষয়ে মুখ খুললেন ভারতের হয়ে টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি।
মাঠে একসময় ঝড় তুলত ‘মাহিরাট’ জুটি। তাদের ‘রানিং বিট্যুইন দ্য উইকেট’ দেখে মুগ্ধ হতেন দর্শকরা। একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে।
এ বিষয়ে ধোনি বলেন, ‘আমরা জাতীয় দলে বহুদিন একসঙ্গে খেলেছি। বিরাট বিশ্বক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ার। এটা সত্যি যে, মাঝের দিকের ওভারে একসঙ্গে খেলার সময় আমরা খুব মজা করতাম। কারণ আমরা প্রচুর ২ ও ৩ রান নিতাম। সেটা খুব মজার অভিজ্ঞতা ছিল।’
তিনি আরো বলেন, ‘এখন সেভাবে আমাদের দেখা হয় না। কিন্তু যখনই আমাদের দেখা হয়, আমরা বাকিদের থেকে আলাদা হয়ে যাই। দুজনে অনেকক্ষণ আড্ডা মারি। বিভিন্ন বিষয়ে কথা হয়। বিরাটের সঙ্গে আমার সেরকমই সম্পর্ক।’
সূত্র: ডেইলি বাংলাদেশ