শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১২:১২, ২৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশের প্রশংসা করে যা বললেন ভারতীয় অধিনায়ক

বাংলাদেশের প্রশংসা করে যা বললেন ভারতীয় অধিনায়ক
সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় নারী ক্রিকেট দল। এর আগে শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে থাকতে চান ইতিবাচকও।

দুই দলের সবশেষ সিরিজটা হারমানপ্রীতের জন্য ছিল তিক্ততায় ভরা। হারের মুখ দেখেছিলেন, আবার মেজাজ হারিয়ে হয়েছিলেন নিষিদ্ধ। তবে এবার সিরিজের আগে ওসব মাথায় নেই তার। তিনি বলেন, এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ।

নিজেদের অনুশীলন নিয়ে তিনি বলেন, গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি। আমরা প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব। 

বাংলাদেশের প্রশংসা করে হারমানপ্রীত বলেন, আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ।

এরপত তিনি বলেন, বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের দল ভারসাম্যপূর্ণ। দলে মানসম্পন্ন স্পিনার আছে।

হারমানপ্রীত যোগ করেন, ফিল্ডিংয়ের দিক থেকেও আমরা অনেক উন্নতি করেছি। গত কয়েকদিন দেখেছি মেয়েরা ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিচ্ছে। ফিল্ডিংয়ের দিক থেকে আমি বেশ আত্মবিশ্বাসী। দলের সবাই মেধাবী। আমরা মাঠে সেরাটাই দিব।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ