শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৭:১৬, ৪ মার্চ ২০২৪

ছয় বলে ৬ ছক্কার নতুন ঘটনা

ছয় বলে ৬ ছক্কার নতুন ঘটনা
সংগৃহীত

আধুনিক ক্রিকেটে ছয় বলে ৬ ছক্কা হাঁকানো নতুন কিছু নয়। এইতো দিন কয়েক আগেই ভারতের অন্ধ্রপ্রদেশের ভামশি কৃষ্ণ হাঁকিয়েছিলেন ছয় বলে ছয়টি ছক্কা। এবার অনূর্ধ্ব-২২ ক্রিকেটার হিসেবে একই কীর্তি গড়লেন অভিজিৎ প্রবীণ। ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

তিরুঅনন্তপুরমে একটি অনূর্ধ্ব-২২ ক্রিকেট টুর্নামেন্ট খেলছিলেন অভিজিৎ। সেই টুর্নামেন্টেই লেগ স্পিনার জো ফ্রান্সিসকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। ম্যাচের ২১তম ওভারে এই ঘটনা ঘটে। সে সময় ৬৯ রানের মাথায় ব্যাট করছিলেন অভিজিৎ। 

ওভারটির প্রথম দুই বলে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান অভিজিৎ। তৃতীয় বল গিয়ে পড়ে ডিপ মিড উইকেট বাউন্ডারির উপরে। চতুর্থ বলটি মারেন মিড উইকেট এলাকায়। ওভারের শেষ দু’টি ছক্কা হাঁকান লং অন বাউন্ডারির দিকে।

ওভারের সব থেকে লম্বা ছক্কাটি ছিল ১০৫ মিটার। শেষ পর্যন্ত ১০টি ছক্কা ও দুইটি চারে ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন অভিজিৎ। তার দল ১০৬ রানে সেই ম্যাচ জেতে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ