শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৮:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

২ মিনিট ৪০ সেকেন্ড বন্ধ হৃদপিন্ড, বেঁচে ফিরে জানালেন অভিজ্ঞতা

২ মিনিট ৪০ সেকেন্ড বন্ধ হৃদপিন্ড, বেঁচে ফিরে জানালেন অভিজ্ঞতা
সংগৃহীত

গত বছরের মে মাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে খেলতে নেমেছিল লুটন টাউন। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল কভেন্ট্রি সিটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হন লুটন অধিনায়ক টম লকিয়ার।

ম্যাচটিতে প্রথমবারের মতো কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে মাঠে ঢলে পড়েছিলেন টম লকিয়ার। এর ছয় মাসের ব্যবধানে আবারো একই ঘটনার শিকার হন তিনি। 

২০২৩ সালের জুনে সার্জারি করে আবার মাঠে ফেরেন লকিয়ার। গত ডিসেম্বরে বর্নমাথের বিপক্ষে ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি। ম্যাচের ৬৯তম মিনিটে মাঠে লুটিয়ে পড়েন তিনি। মাঠে তাৎক্ষণিক সেবা দিয়ে পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়েছিল ওয়েলসের ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে। ম্যাচটি অবশ্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

এ ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেছে। এতদিন পর প্রথমবারের মতো গণমাধ্যমকে সে অভিজ্ঞতার কথা জানিয়েছেন লকিয়ার। 

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লুটন অধিনায়ক জানান, বর্নমাথ ম্যাচে তার হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। মনে হয়েছিল, তিনি মারাই গেছেন। প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ড হৃৎপিণ্ড থেমে ছিল তার।

কীভাবে এখনো বেঁচে আছেন, এখনো সে প্রশ্ন জাগে লকিয়ারের মনে। কেন বারবার কার্ডিয়াক অ্যাটাকের শিকার হয়েছেন সে প্রশ্নও তাকে ভাবায়, ‘তখন থেকে আমি এ প্রশ্নের উত্তর খুঁজছি। কিন্তু এখন পর্যন্ত এটা রহস্যই থেকে গেছে। কারণ অন্য সব দিনের মতোই এক দিন ছিল সেটা।’

বর্নমাথের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে লকিয়ার বলেন, ‘আমি মাঝমাঠের দিকে দৌড়াচ্ছিলাম। এ সময় হঠাৎ মাথা ঘুরে উঠল। ভেবেছিলাম, একটু পরই ঠিক হয়ে যাবে। কিন্তু এক সেকেন্ডের মধ্যেই সব এলোমেলো হয়ে গেল। জ্ঞান ফিরতে দেখি, প্যারামেডিকরা আমার আশপাশে। তখনই টের পেয়ে গেলাম, মে মাসের চেয়ে এবারের ঘটনা ভিন্ন। আগেরবার মনে হয়েছিল, কোনো স্বপ্ন দেখে উঠলাম আমি। আর এবার আমি একদম অসাড় হয়ে গিয়েছিলাম।’  

লকিয়ারের মনে হয়েছিল, ‘কী হচ্ছিল কিছু বুঝতে পারছিলাম না, অনেকের মধ্যে আতঙ্ক দেখতে পাচ্ছিলাম। নড়তে পারছিলাম না। কি ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলাম। মনে পড়ে, মনে হলো, “আজ আমি মারাও যেতে পারি।” কোনো প্রতিক্রিয়া জানাতে পারছেন না, কিন্তু যে পরিমাণ আতঙ্ক ছড়াচ্ছে, সেটা ট্টহিকই দেখতে পাচ্ছেন। এ পরিস্থিতি কল্পনাও করতে পারবেন না।’

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ