নিউজিল্যান্ড সিরিজের আগে রিয়াদের ‘বিশেষ’ বার্তা
চলতি মাসের শেষ মুহূর্তে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে সোমবার রাতে ঢাকায় পা রাখবেন কিউই ক্রিকেটাররা। আর ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নেয়া শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা।
আগামী ২৮ নভেম্বর সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তার সপ্তাহখানেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন অভিজ্ঞ টাইগার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ছবি শেয়ার করেছেন রিয়াদ। যেখানে দেখা যাচ্ছে, নিজ হাতে জিরাফকে কাঁচা তরুলতা খাওয়াচ্ছেন রিয়াদ। সেই সঙ্গে তার মুখে চওড়া হাসির উপস্থিতি পাওয়া গেছে।
ছবির ক্যাপশনে রিয়াদ লিখেছেন, ‘পশু-প্রাণীদের প্রতি সদয় হোন।’ অবশ্য ছবিটি কবে ও কোথায় তুলেছেন রিয়াদ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিয়াদের ছবিটিতে ৬৬ হাজার রিয়াকশন এসেছে। আর ৯১ শেয়ারের পাশাপাশি সাড়ে তিন হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ