মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:২২, ৭ অক্টোবর ২০২২

ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ভারত-দ.আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে ৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।লখনৌতে ৪০ ওভারের ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে হেনরিক্স ক্লাসেন এবং ডেভিড মিলার। এই দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৪৯ রান। 

৭৫ রানে ডেভিড মিলার এবং ৭৪ রানে অপরাজিত ছিলেন হেনরিক্স ক্লাসেন। এছাড়া ৪৮ রান করেন কুইন্টন ডি কক এবং ২২ রান করেন জানেমান মালান। 

ভারতের হয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর এবং ১টি করে উইকেট নেন রবি বিষনো ও কুলদিপ যাদব ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে ভারত। শিখর ধাওয়ান এবং শুভমান গিল দ্রুত আউট হয়ে যান। 

এরপর ৩৭ বলে ৫০ রান করেন স্রেয়াশ আয়ার। ৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান সাঞ্জু স্যামসনও। শার্দুল ঠাকুর করেন ৩৩ রান।

শেষ পর্যন্ত ভারত ৮ উইকেটে ২৪০ রান করতে সক্ষম হলেও দলের হার এড়াতে পারেনি। ফলে রোহিত বাহিনী ৯ রানের হার মেনে মাঠ ছাড়ে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়