শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১২:০১, ১০ ডিসেম্বর ২০২৩

মহাকাশে হারানো টমেটোর খোঁজ মিলল

মহাকাশে হারানো টমেটোর খোঁজ মিলল
সংগৃহীত

চলতি বছরের ২৯ মার্চ মহাকাশে উৎপাদিত টমেটোটি হারিয়ে যায়। অবশেষে হারানো টমেটোটির সন্ধান দীর্ঘ ৮ মাস পর পাওয়া গেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) একটি অংশ থেকে টমেটোটি পাওয়া যায়।

মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডট কমের প্রতিবেদনে বলা হয়, মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছিল। মহাকাশে সবজি চাষ প্রজেক্টে টমেটোটি উৎপন্ন হয়। গত মার্চেই ঐ প্রজেক্টে উৎপাদিত সবজিগুলোর নমুনা পান মহাকাশচারীরা। তবে তারা ছত্রাকের সংক্রমণের কথা মাথায় রেখে ওই সব সবজি খাননি।

এরমধ্যেই মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিওর কাছে থাকা টমেটোটি হারিয়ে যায়। পরে তার সহকর্মীরা বলাবলি করতে থাকেন যে, রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন। 

হারিয়ে যাওয়া টমেটোটি পাওয়ার পর সেটিকে লাইভে দেখিয়ে আইএসএস প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করেন মহাকাশচারীরা। গত সেপ্টেম্বরে একটি লাইভ স্ট্রিমে এসে রুবিও বলেন, আমি টমেটোটি খাইনি। আমিও অনেক সময় ধরে সেটিকে খুঁজেছি।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ