রোববার   ১০ নভেম্বর ২০২৪ || ২৫ কার্তিক ১৪৩১

প্রকাশিত : ১৪:২৯, ৬ ডিসেম্বর ২০২৩

আপনার ফোনে ম্যালওয়্যার আছে বুঝবেন যেসব লক্ষণে

আপনার ফোনে ম্যালওয়্যার আছে বুঝবেন যেসব লক্ষণে
সংগৃহীত

হ্যাকাররা নানান পন্থায় স্মার্টফোন হ্যাক করছে। চুরি করছে মানুষের ব্যক্তিগত ছবি, তথ্য। ফাঁকা করছে ব্যাংক অ্যাকাউন্ট। ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যারগুলোর সঙ্গে কাজ করা, দুর্ভাগ্যবশত আমাদের ডিজিটাল জীবনের একটি অংশ হয়ে উঠেছে। হ্যাকার এবং অন্যান্য স্ক্যামাররা স্ক্যাম করার জন্য বিভিন্ন ধরনের উপায় বের করে চলেছে।

এর সঙ্গে জড়িত রয়েছে ব্যাঙ্কিং তথ্য চুরি করা বা জালিয়াতি করে টাকা লোপাট করা। সৌভাগ্যবশত গুগল অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার মোকাবিলা করা এবং এমনকি এটি বন্ধ করার উপায় রয়েছে। তবে কয়েকটি উপায়ে বুঝতে পারবেন নিজেদের ফোন ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত কি না।

>> গুগল ইউজারদের তাদের অ্যাকাউন্ট থেকে সাইন আউট করলে।

>> পপ-আপ এবং বিজ্ঞাপনগুলো লক্ষ্য করা গেলে, যা সেখানে থাকা উচিত নয়।

>> ফোন যদি অনেক বেশি ধীর গতির হয়ে যায়।

– কোনো কিছু ডিভাইসে প্রচুর পরিমাণে জায়গা দখল করতে শুরু করলে।

>> নিজেদের ব্রাউজার এলোমেলো ওয়েবসাইট বা প্রাপ্তবয়স্কদের সামগ্রীতে পুনঃনির্দেশ করলে।

>> আপনার বন্ধুরা এবং পরিবার এমন বার্তা পাচ্ছেন যা কখনো সেন্ড করা হয়নি।

সূত্র: জাগো নিউজ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ