বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

প্রকাশিত : ০৬:০১, ২৬ আগস্ট ২০২৩

এবার ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

এবার ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

এবার ইনস্টাগ্রামেও দেখা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘কেরামতি’। সব ঠিকঠাক চললে শিগগিরই চ্যাটবট ফিচার যুক্ত হতে চলেছে এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে।

মূলত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়ে নয়া চ্যাটবট শুরু করতে পারে ইনস্টাগ্রাম। অর্থাৎ আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেবে এআই। ব্যবহারকারীদের নানাপ্রকার সুপারিশও করবে বট। কম্পোজ করে দেবে আপনার মেসেজেও। আসলে চ্যাটবট নিয়ে বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যেই চ্যাটজিপিটি এনে চমকে দিয়েছে ওপেন এয়ার। অল্পদিনের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই বট। তাদের টেক্কা দিতেই এবার এই নয়া উদ্যোগ মেটার বলে শোনা যাচ্ছে।

নিজেদের ইচ্ছামতো চ্যাটবটের ‘চরিত্র’ বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। ডেভেলপার পালুজি একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন। সেখানেই একটি পপআপ কার্ড দেখা যাচ্ছে, যাতে স্পষ্ট যে চ্য়াটবট ফিচারটি নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম। মোট ৩০টি এআই চরিত্রের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন ব্যবহারকারীরা। উপরি পাওনা হল, আপনার মেসেজও কম্পোজ করে দিতে পারবে এটি। অর্থাৎ প্রযুক্তির উন্নতির সবরকম সুবিধা ব্যবহারকারীরা পেয়ে যাবেন।

কিন্তু কবে থেকে চালু হবে এই ফিচার? এ নিয়ে ইনস্টাগ্রাম কিংবা মেটার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইওএস এবং অ্যানড্রয়েড- উভয় ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন কি না, তাও স্পষ্ট করা হয়নি। তবে এই ফিচার যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে দারুণ কার্যকরী হবে, তা বলাই বাহুল্য।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ