দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

তৃতীয় পৃথিবী-বাউন্ড সফলভাবে সম্পন্ন করলো ‘আদিত্য-এল১’

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

রোববার সকালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) টুইট করে জানিয়েছে, ভারতের প্রথম সৌর মিশন ‘আদিত্য-এল ১’  তৃতীয়বার পৃথিবী-বাউন্ড কৌশল সফলভাবে সম্পাদন করেছে। এখন নতুন কক্ষপথ হলো ২৯৬ কিমি x ৭১৭৬৭ কিমি। পরবর্তী কৌশলটির (EBN#4) দিন আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।

গত ২ আগস্ট ইসরো দেশের প্রথম সৌর মিশন- আদিত্য-এল ১, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করে। এটি সূর্যকে কাছ থেকে অধ্যয়ন করার জন্য সাতটি ভিন্ন পে-লোড বহন করছে, যার মধ্যে চারটি সূর্য থেকে আলো পর্যবেক্ষণ করবে এবং অন্য তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে। ভারতের আদিত্য এল ১ পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে সূর্যকে অধ্যয়ন করছে। এর আগে দ্বিতীয় পৃথিবী-বাউন্ড ম্যানুভারটি গত ৫ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছিল। প্রথমটি হয়েছিল ৩ সেপ্টেম্বর।

 

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা