শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৭:১১, ২৪ আগস্ট ২০২৩

চার্জ দিয়ে ফোনের পাশে না ঘুমাতে অ্যাপলের পরামর্শ

চার্জ দিয়ে ফোনের পাশে না ঘুমাতে অ্যাপলের পরামর্শ

চার্জ দিয়ে ফোনের পাশে ঘুমানোর অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যা অসংখ্য গবেষণায় দেখা গেছে। এবার বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড আইফোনের প্রস্তুতকারক কোম্পানি অ্যাপলও আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের চার্জ দিয়ে ফোনের পাশে না ঘুমানোর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সতর্কবার্তাটি গ্রাহকদের অনলাইন গাইডেও অন্তর্ভুক্ত করেছে অ্যাপল।  

ওই সতর্কবার্তায় বলা হয়, আইফোনগুলোকে এমন জায়গায় চার্জ দেওয়া উচিত যেখানে ভালোভাবে বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে। ফোন টেবিলের মতো সমতল জায়গায় চার্জ দেওয়া উচিত।কম্বল, বালিশ বা আপনার শরীরের কাছাকাছি জায়গায় চার্জ দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। 

সতর্কবার্তায় আরও বলা হয়, আইফোন চার্জ হওয়ার সময় তাপ উৎপন্ন করেন। যখন এই তাপ ঠিকভাবে বের না হতে পারে তখন এর কারণে অগ্নিকাণ্ড হতে পারে। বালিশের নীচ হলো ফোন চার্জ দেওয়ার সবচেয়ে অনিরাপদ জায়গা। সতর্কবার্তায় ত্রুটিপূর্ণ ক্যাবল বা চার্জার ব্যবহার না করতেও গ্রাহকদের পরামর্শ দিয়েছে অ্যাপল। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ